@extends('layouts.app') @section('content')
পুলিশ সুপারের বায়োগ্রাফীঃ
জনাব এস.এম. শফিউল্লাহ্ বিপিএম গত-১০/০৬/১৮ খ্রিঃ পুলিশ সুপার হিসাবে খুলনা জেলায় যোগদান করেন। তিনি ১৯৭০ সালে গোপালগঞ্জ জেলার সদর থানায় জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতি বিষয়ে ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২৪তম বিসিএস এর সদস্য হিসাবে তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ সার্ভিস ক্যাডারে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ০২ পুত্র সন্তানের জনক।